টাঙ্গাইলে তারুণ্যের উৎসবে মাভাবিপ্রবির বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

শুভ দে, মাভাবিপ্রবি ॥
টাঙ্গাইলে তারুণ্যের উৎসব উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। উক্ত র‍্যালির উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে টাঙ্গাইল শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। উক্ত র‍্যালিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মাদককে না বলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় এই আয়োজন করেন।
র‍্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী তৌকির আহমেদ ও তরফদার রোহান বলেন, যে কোনো পরিবার এবং সমাজের জন্য মাদক হুমকিস্বরূপ। মাদকাসক্ত ব্যক্তি অন্যায় করতে দ্বিধা করে না। মাদকাসক্তি সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধিসহ শৃঙ্খলা নষ্ট করে। পরিবার, সমাজকে ধ্বংস করে দেয়। তাই আমরা জনসচেতনতামূলক এই সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করেছি।

 

 

 

 

৩৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *