স্টাফ রিপোর্টার ॥
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে এবং "জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন" ও "মাদককে না বলুন " মাদকবিরোধী প্রচারণায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য সাইকেল র্যালির শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক আবুল হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
বর্ণাঢ্য সাইকেল র্যালি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় আবার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।