ঘাটাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ঘাটাইলের ধারিয়াল চতিলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উদ্যোগে ৩য় তম দ্বি-বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাতে ধারিয়াল চতিলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ধারিয়াল চতিলা ঈদগাহ মাঠের প্রধান উপদেষ্টা মহির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন ও হাদিস থেকে তাফসিরুল বয়ান করেন ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছিরে কোরআন ঢাকা বাইতুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি জুবায়ের ইব্রাহিম। ওয়াজ মাহফিল পরিচালনা করেন সাবেক কমিশনার সোহানুর রহমান মাজহারুল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক কমিশনার রহিম উদ্দিন রুনু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাবেক কমিশনার এস.এম. সাহেদ আহম্মেদ, ধারিয়াল চতিলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভাপতি রবিউল আওয়াল বাদশা, সাধারণ সম্পাদক জালাল হোসেন, ধারিয়াল চতিলা
কেন্দ্র্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক সুমন আল মামুন, প্রবাসী কল্যাণ সমতিরি সভাপতি আমজাদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।