
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে জানান, আসাদুজ্জামান খান রুবেল টাঙ্গাইল সদর থানায় বিগত ২০২৪ সালের (৪ নভেম্বর) দায়ের করা মামলা নং-৮ এর এজাহার নামীয় আসামি। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সং/১৯) এর ৪/৫ ও দন্ডবিধির ১৪৩/৩৪১/৩০৭/৩২৬/১০৯/১৪৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান খান রুবেলকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।