সহকারী সেক্রেটারীর মুক্তির দাবিতে টাঙ্গাইলে জামায়াতের মিছিল ও সমাবেশ

টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি লিড নিউজ

বিভাস কৃষ্ণ চৌধুরী ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটার সমাবেশে ১২টার পর থেকেই বিভিন্ন উপজেলা ও জামায়াতের বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।
সমাবেশে বক্তারা জামায়াতের সহকারী সেক্রেটারী এটিএম আজহারুল ইসলামসহ সকল বন্দী নেতাকর্মীর মুক্তি দাবি করেন। সেই সাথে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরতের দাবিও করেন।
সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ, নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারী হুমায়ুন কবীর, সহকারী সেক্রেটারী ড. হোসনে মোবারক বাবুল, শফিকুল ইসলাম খান, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোন্তাজ আলী, ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, ন্যাশনাল ডক্টরস ফোরামের টাঙ্গাইল জেলা সভাপতি ডা. একেএম আব্দুল হামিদ প্রমুখ।
বক্তব্য শেষে একটি বিশাল মিছিল শহরের পৌর উদ্যান থেকে শুরু হয়ে নিরালা মোড়, ভিক্টোরিয়া রোড, পুরাতন বাসস্ট্যান্ড ময়মনসিংহ সড়ক হয়ে ডিস্ট্রিক্ট গেইট হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে হেলিপ্যাডে গিয়ে শেষ হয়।

২৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *