স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুরে নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও নয়ানখান মেমোরিয়াল কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফের্রুয়ারি) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনসুরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বাইজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা নাদির আহম্মেদ। এ সময় নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান আনিস, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুল রহমান, কেন্দীয় আলিম মাদ্রাসার সুপার সালাম আনছারি, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলামসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।