মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগে চালকসহ আটক ৩

অপরাধ টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসে ডাকাতি ও দুইজন নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানায় যাত্রীরা। এদিকে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বাসটির চালক বাবলু, সুপারভাইজার মাহাবুব আলম ও সহকারী সুমন ইসলামকে আটক করেছে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ।
যাত্রীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাস গাবতলি থেকে ছেড়ে আসে। পথিমধ্যে গাজীপুরের চন্দ্রা এলাকায় বাসটিতে আরও কয়েকজন যাত্রী উঠে। পরে বাসটি টাঙ্গাইল জেলায় আসলে নতুন উঠা যাত্রীসহ আরও কয়েকজন বাসটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ সময় ডাকাতরা লুটপাট ও দুই নারী যাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠে। পরে তারা মির্জাপুর এলাকায় নেমে যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাসটি বড়াইগ্রাম এলাকায় আসলে যাত্রীরা বাসটি আটকে থানায় খবর দেয়। যাত্রীরা অভিযোগ করে বলেন, বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের সহায়তায়য় ডাকাতির ঘটনা ঘটেছে। পরে তাদেরকে আটক করা হয়। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থানায় হওয়ায় সেখানে ভুক্তভোগী যাত্রীদের লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেয়া হয়েছে। যাত্রীরা লিখিত অভিযোগ করলে আটকৃতদের মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়।

 

 

৪১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *