কালিহাতীতে তিন দিনব্যাপী বই মেলা শুরু

কালিহাতী টাঙ্গাইল

সোহেল রানা, কালিহাতী ॥
“একুশ জাগুগ প্রাণে” স্লোগানে তিন দিনব্যাপী ১৬ তম কালিহাতী বই মেলা শুরু হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কালিহাতী সাধারণ পাঠাগারের সহযোগিতায় তিন দিনব্যাপী ১৬ তম কালিহাতী বইমেলা উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) সাইফুল্লাহিল আজম।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক শাহাদাত হুসেইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক শুকুর মাহমুদ, চিকিৎসক ও সমাজসেবক ডা: শাহ আলম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী মিয়া। এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ড. আলী রেজা।
আলোচনা সভা শেষে বক্তৃতা শুনে সারাংশ লিখন প্রতিযোগিতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৬ তম কালিহাতী একুশে বইমেলার প্রথম দিনের সমাপ্তি ঘটে। এবারের বইমেলায় মোট ৪৪টি স্টল স্থান পায়।
উল্লেখ্য, এবারের বইমেলায় কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের লেখা বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কিছু উন্নয়ন ভাবনা এবং Flames and Faith নামক দুটি বই প্রকাশিত হয়েছে। যা ১৬ তম কালিহাতী বইমেলার স্টলগুলোতে পাওয়া যাচ্ছে।

 

 

 

৪৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *