মির্জাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু

খেলা টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাঈদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, বাংলাদেশ সারাবিশ্বে একটা স্থান করেছে, সারা দুনিয়াতে বাংলাদেশকে চিনেছে তার অন্যতম কারণ হচ্ছে ক্রিকেট। এই ক্রিকেটে আমরা অনেক সফলতা অর্জন করেছি। এই সফলতার একটি দাবিদার অংশীদার হচ্ছে আরাফাত রহমান কোকো। আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়ামোদি লোক। তিনি ক্রিকেটে বিরাট অবদান রেখেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসরীরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দেয়, সার্বিক কল্যাণে কাজ করে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের যুব সমাজকে মূল জায়গায় ফিরে আসতে হবে। ভারতের আগ্রাসন আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। এই আগ্রাসনে বাংলাদেশের যুব সমাজ নেশায় আশক্ত হয়ে পড়েছে। ভারতের আগ্রাসন হতে আমাদের ফিরে আসতে হবে, যুব সমাজকে বাঁচাতে হবে। যুব সমাজকে খেলাধুয়ায় ফিরিয়ে আনতে হবে। যুব সমাজ খেলাধূলায় আসলে ভালো থাকবে।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি সাজ্জাত হোসেন দিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আরী মিঞা, সাবেক সহসভাপতি খন্দকার মোবারক হোসেন, ছোরহাব হোসেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘ মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম ও হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
এই টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *