
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই বিপ্লবে আহতদের মধ্যে আর্থিক সহাযতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম আরিফুল ইসলাম আহত শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন, মহিলা বিষযক কর্মকর্তা শারমিন সিদ্দিক, প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সিদ্দিকী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বযক ইমন সিদ্দিকী উপস্থিত ছিলেন।
সমাজকল্যান মন্ত্রণালয়ের জাতীয় সমাজকল্যান পরিষদের আর্থিক সহায়তায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা জুলাই বিপ্লবে আহত তালিকাভূক্ত ১২ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে।