
স্টাফ রিপোর্টার, মির্জাপুর।।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) এ.বি.এম আরিফুল ইসলাম বলেছেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ দেহ ও সতেজ প্রজন্ম গড়ে তোলতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। আশার কথা, অন্তর্বতী সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছেন।
বুধবার (১৯ ফেব্রæয়ারি) দিনব্যাপি মির্জাপুর উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিকেলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুর ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের এ্যাকাডেমিক সুপারভাইজর প্রবীর কুমার চৌধুরী, স্কুল এ্যান্ড কলেজের উপাধ্যক্ষ কমলা সরকার প্রমুখ। প্রতিযোগিতায় ২৩টি ইভেন্টে শতাধিক প্রতিযোগি অংশ নেয় বলে উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের উপাধ্যক্ষ কমলা সরকার জানিয়েছেন। প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।