গোপালপুরে নিম্নআয়ের মানুষকে স্বাবলম্বী করতে বিনামূল্যে গরু বিতরণ

গোপালপুর টাঙ্গাইল

গোপালপুর সংবাদদাতা ॥
“দুধ, মাংস, চামড়া, গরু পালনে আমরা” প্রতিপাদ্যে নিম্নআয়ের মানুষকে স্বাবলম্বী করতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় এবং উন্নত জীবনের সন্ধানে (ঊষা)’র বাস্তবায়নে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ৬টি পরিবারের মাঝে ৬টি গরু বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উন্নত জীবনের সন্ধানে সংস্থার গোপালপুর কার্যালয়ের সামনে থেকে গরুগুলো বিতরণ করা হয়।
এতে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিল হোসেনের সঞ্চালনায় এবং উন্নত জীবনের সন্ধানে গোপালপুর শাখার নির্বাহী পরিচালক ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলার সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর উপ-মহাব্যবস্থাপক (প্রোগ্রাম) মোস্তফা কামাল ভূঞা। এতে বক্তব্য রাখেন, খ. আ. মান্নান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অকুবর হোসেন, মেহেরুননেছা কলেজের প্রভাষক আশরাফ আলী, উপজেলা বিএন’পির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএন’পির সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, অটো রিক্সা, ভ্যান শ্রমিক ইউনিয়ন গোপালপুর উপজেলা শাখার সভাপতি ইউসুফ আলী প্রমুখ।
আয়োজকরা বলেন, বিগত ২০০৮ সাল থেকে এপর্যন্ত ৬৫ জনকে আর্থিক, ৪ জনকে হুইল চেয়ার, ১৮ জনকে ক্যাচ, ১০ জনকে কম্পিউটার প্রশিক্ষণ, ২২০টি ছাগল, ৮২টি সেলাই মেশিনসহ ৬টি গরু গরীব দুঃস্থ দের মাঝে বিনামূল্যে বিতরণ করেছেন।

১৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *