
দেলদুয়ার সংবাদদাতা ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করেন উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন বিভিন্ন সংগঠনগুলো।
দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সোহেব খান, উপজেলা বিএনপির পক্ষে সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু, সদস্য সচিব বাবলু চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এছাড়া শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের নেতৃত্বে দেলদুয়ার মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে প্রভাত ফেরি বের হয়।