
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেছেন, নদী তীর ও পাহাড়ের লাল মাটি কেটে কেউ শান্তিতে ঘুমাতে পারবেন না। রাতের আধারে যারা এসব অপকর্ম করবেন তাদের শাস্তির আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে মাটি লুটেরাদের উদ্দেশ্যে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন। এর আগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আজগানা এলাকায় অভিযান চালিয়ে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রির অপরাধে তিন মাটি লুটেরাকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দন্ডপ্রাপ্তরা তিন মাটি লুটেরারা হলেন নাহিদ, পলাশ ও ফরিদ সিকদার। চলতি বছর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ীদের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় ২০ লাখ টাকা জরিমানা আদায় করেছেন বলে জানা গেছে।
জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে বলে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানিয়েছেন।