স্বাগতিক জামালপুরকে ১ উইকেটে হারিয়ে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল ফাইনালে

খেলা টাঙ্গাইল লিড নিউজ

স্পোর্টস রিপোর্টার ॥
ইয়ং টাইগার্স (অনুর্ধ্ব-১৬) জাতীয় ক্রিকেটে স্বাগতিক জামালপুর জেলা ক্রিকেট দলকে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ উইকেটে হারিয়ে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল ফাইনালে উঠেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) জামালপুর স্টেডিয়ামে নেত্রকোনা বনাম ময়মনসিংহ বিজয়ী দলের সাথে টাঙ্গাইল জেলা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
১ম সেমিফাইনালে টস জয়ী জামালপুর জেলা প্রথমে ব্যাটিং করে ৪৬ ওভার ৩ বলে ১০ উইকেট হারিয়ে ১৪৩ রান করে। দলের পক্ষে জাহিদুল করিম ৪৬ ও জয় ২৫ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের নিরব ও রুদ্র ৩টি করে উইকেট দখল করে। এছাড়া পেস বোলার সাকিব হোসেন চমৎকার বোলিং করে ১টি এবং মাহি সিদ্দিকী ২টি উইকেট দখল করে।
জবাবে টাঙ্গাইল জেলা দলের রাকিব আরাফাত ও সিয়াম খানের ৬১ রানের জুটি জয়ের ভিত গড়ে তোলার পর ১০৬ রানের মাথায় পরপর ২টি উইকেট হারালে চাপে পড়ে টাঙ্গাইল। নিয়মিত উইকেট পতনে শেষ উইকেটে ১৩ রানের প্রয়োজন পড়ে। এই অবস্থায় সাকিব (৭) ও রুদ্র (২) চমৎকার ব্যাটিংয়ে ৪৩ ওভার ৩ বলে ৯ উইকেট হারিয়ে জয়সূচক ১৪৪ রান করে ফাইনালে উঠে। দলের পক্ষে অধিনায়ক রাকিব আরাফাত ৩৩ ও সিয়াম খান ৩২, সাকিব আল হাসান ১২ রান করে। বিজিত জামালপুর জেলা দলের দলের জিম, রিজন ও আহমেদ ২টি উইকেট দখল করে। খেলায় রাকিব আরাফাত ম্যান অব ম্যাচ নির্বাচিত হয়।

টাঙ্গাইল জেলার দলের খেলোয়াড়বৃন্দ হলেন- রাকিব আরাফাত, সিয়াম খান, মাহি সিদ্দিকী, মাহিম, সৈয়দ নাহিয়ান, রামিন, নিরব, ইমরান, তাওহীদ, সাকিব, রিপন সরকার, রুদ্র, নিরব সরকার, আদিত্য দাস ও সাকিব হোসেন। কোচ- রিপন কুমার সরকার, সহকারী কোচ- মোজাম্মেল হক ও ম্যানেজার- রাজিব খান।

২৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *