গোপালপুরে লাইট হাউস শিক্ষা পরিবারের ক্রীড়া ও পুরস্কার বিতরণ

গোপালপুর টাঙ্গাইল

গোপালপুর সংবাদদাতা ॥
পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলা শিক্ষার্থীদের শরীর ও মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে। সুস্থ শরীর গঠন ইতিবাচক মন ও মনন তৈরিতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও শিক্ষার্থীদের লেখাপড়ার অবিরাম চাপ ও এক ও একঘোঁয়ামী দূরকরণে খেলাধুলা অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন শিক্ষার্থী শরীর ও মানসিকভাবে উৎফুল্ল থাকে। তাই একাডেমী কার্যক্রম মনোযোগ করতে লাইট হাউজ শিক্ষা পরিবারের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।
টাঙ্গাইলের গোপালপুরে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাইট হাউস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ও হেরার আলো মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
লাইট হাউজ শিক্ষা পরিবারের আয়োজনে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সুতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকল ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে বিভিন্ন ক্লাস অনুসারে বিভিন্ন ইভেন্টে যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ।
উক্ত খেলা উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হুমায়ুন কবির, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইট হাউস শিক্ষা পরিবারের চেয়ারম্যান অধ্যাপক ডা. আতাউর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য শফিকুর রহমান, লাইট হাউজ শিক্ষা পরিবারের পরিচালক অধ্যক্ষ হাবিবুর রহমান তালুকদার, ম্যানেজিং কমিটির সদস্য ও ক্রিয়া প্রতিযোগিতার আহ্বায়ক খন্দকার সুরুজ্জামান, নির্বাহী সদস্য রোকনুজ্জামানসহ আরো উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ।

 

১৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *