আমার দেশ পত্রিকার মধুপুর প্রতিনিধি আবদুর রউফ আর নেই

টাঙ্গাইল মধুপুর

স্টাফ রিপোর্টার।।

দৈনিক আমার দেশ পত্রিকার মধুপুর উপজেলার প্রতিনিধি আবদুর রউফ শনিবার (২২ ফেব্রুয়ারি)সকালে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর)।

সাংবাদিক আবদুর রউফ দীর্ঘদিন ধরে লিভার ও কিডনীজনীত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সাংবাদিক আবদুর রউফের স্ত্রী মাজেদা বেগম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার পিজি হাসপাতালে দীর্ঘদিন ভর্তি থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শনিবার (২২ ফেব্রুয়ারি)সকালে সকালে অসুস্থ হয়ে পড়লে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সকাল ৯টায় তিনি মারা যান।

আবদুর রউফ নব্বইয়ের দশকে উত্তর টাঙ্গাইলে সাপ্তাহিক মধুবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। পরবর্তী সময়ে দৈনিক দিনকাল-এর মধুপুর প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালে দৈনিক আমার দেশ পত্রিকার যাত্রা শুরু হলে দিনকাল ছেড়ে আমার দেশ-এর মধুপুর প্রতিনিধি হিসেবে তিনি আমৃত্যু কাজ করেছেন।

 

২৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *