দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইলে আসছেন বিএনপি নেতা সালাম পিন্টু

টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
দীর্ঘ ১৭ বছর পর নিজ জেলা টাঙ্গাইলে আসছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টু। আর ১৯ বছর পর নিজ শহর টাঙ্গাইলে প্রথম কোন সমাবেশে বক্তৃতা করবেন। এদিকে সালাম পিন্টুকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠন।
আব্দুস সালাম (২১ আগস্ট) গ্রেনেট হামলা মামলায় বিগত ২০০৮ সালের জানুয়ারি মাসে গ্রেপ্তার হন। নিম্নআদালতে তার ফাঁসির আদেশ হয়। পরে (২ ডিসেম্বর) উচ্চ আদালত তাকেসহ সব আসামীকে খালাস দেন। গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি ছিলেন কারাগারে। গত (২৪ ডিসেম্বর) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।
দলীয় সূত্র জানায়, রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইলে প্রবেশ করবেন। শহরের প্রবেশদ্বারে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হবে। তারপর বিকেল ৩টায় টাঙ্গাইল শহীদ স্মৃৃতি পৌর উদ্যানে তাকে সংবর্ধনা দেয়া হবে। এতে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান বক্তা থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে সভায় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহসাংগঠিক সম্পাদক বেনজীর আহমেদ, সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা বক্তব্য রাখবেন।
সালাম পিন্টুর আগমনকে কেন্দ্র করে উচ্ছাস বিরাজ করছে দলটির নেতাকর্মীদের মাঝে। উচ্ছসিত হয়ে উঠেছে তার অনুসারীরা। সমাবেশে প্রত্যেক উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিত হবে বলে নেতারা জানিয়েছেন।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, লক্ষাধিক লোকের সমাবেশ করার জন্য তারা চেষ্টা করছেন। সালাম পিন্টুর এই সভা স্মরণীয় হয়ে থাকবে বলে আশা করছি। সালাম পিন্টু মুক্তি পরিষদের সদস্য সচিব শাহজাহান কবির বলেন, অনেক নির্যাতন-নিপিড়ন ও ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমাদের প্রিয় নেতা আবার আমাদের মাঝে আসছেন। পুরো জেলাবাসী তাকে বরণ করে নিতে প্রস্তুত।
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী হন। বিগত ২০০৬ সালের শেষ দিকে তত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ আন্দোলন শুরু করে। সে সময় সর্বশেষ সালাম পিন্টু তার দলের পক্ষে সর্বশেষ টাঙ্গাইলে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। বিগত ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারির পর তিনি আর কোন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারেননি। বিগত ২০০৮ সালে গ্রেপ্তারের পর থেকে ছিলেন কারাগারে। বিগত ২০১৮ সালে তার মা’র মৃত্যু হয়। তিনি মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির অনুমতি পান। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ তাকে না আসতে দেয়নি।

 

 

১৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *