স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে পালিমা আর এইচ কে উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।
প্রধান আলোচক ছিলেন ঢাকার মাহবুব গ্রুপের জিএম এবং পালিমা জাবালে নূর মাদরাসার সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শরীফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএম নূরুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল জজ কোর্টের এপিপি ও নয়া দিগন্তের টাঙ্গাইল অ্যাডভোকেট এম এ মালেক আদনান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুবকর সিদ্দিক, আলাউদ্দিন, এসএম আকবর হোসেন, ফিরোজ মিয়া ও মাওলানা আলী আজগর প্রমুখ।