স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইলে একটি স্কুলের পিকনিকগামী ৪টি বাস ডাকাতের কবলে পড়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে পাহাড়ি এলাকায় রাস্তায় গাছের গুড়ি ফেলে প্রতিবন্দকতা সৃষ্টি করে ডাকাতরা বাসে থাকা ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মুঠোফোনসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে।
পুলিশ জানায়, পার্শবর্তী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলাার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা চারটি বাস নিয়ে শিক্ষা সফরের জন্য নাটোরের গ্রীনভ্যালি পার্কের উদ্দেশ্য রওনা দেন। ভোর সাড়ে চারটার দিকে বাস চারটি টাঙ্গাইল জেলার সীমানায় ঘাটাইল-সাগরদীঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় পৌঁছায়।
বহরের সামনের বাসে ছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান জানান, হঠাৎ তিনি সড়কের মাঝে গাছের গুঁড়ি দেখতে পান। তিনি ডাকাতির আশঙ্কা করে সতর্ক করেন সবাইকে। বাসের দরজা, জানালা বন্ধ করে দেওয়া হয়। ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে গাড়িতে আঘাত শুরু করে। তারা পেছনের গাড়ি থেকে মালামাল লুট করা শুরু করে। এরই মধ্যে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন। অল্প সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খলিলুর রহমান জানান, ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা নিয়ে গেছে। এছাড়া দেড় ভরি স্বর্ণ, ১০টি স্মার্টফোন। এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন (২৫) ও অভিভাবক শহিদুল্লাহ তালুকদার (৩৯)।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ঘাটাইল- সাগরদীঘি সড়কে গাছ ফেলে শিক্ষা সফরে যাওয়ার পথে চারটি স্কুলবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার পর তারা শিক্ষা সফরে নাটোর চলে গেছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শিক্ষাসফর থেকে ফিরে এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।