স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নিলুফা ইয়াসমিন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাকির হোসেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহমিনা জান্নাত, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাজী রিপন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সঞ্চিতা মৈত্র, পুলিশ সুপারের প্রতিনিধি সদর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবু সাঈদ, সদর যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, নারী উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন হালিমা বেগম, ঈশিতা রায়, সামিয়া ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প ওই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রায় একশত প্রশিক্ষিত নারী উদ্যোক্তা অংশ নেন।
উল্লেখ্য, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যেক্তাদের বিকাশ সাধন’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে টাঙ্গাইলে বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স, বেবী কেয়ার, হাউজ কিপিং এ সুবিধাবঞ্চিত ও কম সুযোগপ্রাপ্ত নারীদের প্রশিক্ষণ দিয়ে আসছে। পাশাপাশি কম্পিউটার লানিং, সেলাইসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।