মির্জাপুর উপজেলা বিএনপি নেতা শাখাওয়াতের ইন্তেকাল

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজগানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম শাখাওয়াত হোসেন (৬২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শাখাওয়াত হোসেন উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের কদম আলী সিকদারের ছেলে।
তাঁর বোন সুকন্যা জানান, গত দুই দিন আগে তিনি ঠান্ডা জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) চিতেশ্বরী গ্রামে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে।
এদিকে বিএনপি নেতা শাখাওয়াত হোসেনের মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা।

৩৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *