মির্জাপুরে সাবেক ছাত্রলীগ নেতা মারুফ গ্রেপ্তার

আইন আদালত টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ডেভিল হান্ট অপারেশনে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য মারুফ হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সদরের কলেজ রোডের সিঙ্গাপুর মার্কেটে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মারুফ উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের লোবান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত (৪ আগস্ট) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুচোখ অন্ধ হয়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে মারফকে গ্রেপ্তার করা হয়। ডেভিল হান্ট অপারেশনে এখন পর্যন্ত এ উপজেলা থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, হিমেলের মায়ের করা মামলার তদন্তে সাবেক ছাত্রলীগ নেতা মারুফ হোসেনের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

 

 

২৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *