মির্জাপুরের সাবেক এমপি আবুল কালামের রোগমুক্তি কামনায় দোয়া

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গোড়াইল গ্রামের ছাত্র-যুবকরা এই দোয়া মাহফিলের আয়োজন করে।
ভাতগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরজু মিয়ার সভাপতিত্বে দোয়াপূূর্ব আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধা প্রমুখ। দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছেন।

 

 

৩৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *