স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা (অনুর্দ্ধ-১৬) ক্রিকেট দল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জামালপুর স্টেডিয়ামে ফাইনালে নেত্রকোনা জেলা (অনুর্দ্ধ-১৬) ক্রিকেট দলের কাছে ৩৯ রানে পরাজিত হয়ে রানার্সআপ হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড তত্বাবধানে গেমস ডেভলপমেন্টের আয়োজনে ফাইনালে নেত্রকোনা জেলা (অনুর্দ্ধ-১৬) দলের কাছে ৩৯ রানে পরাজিত হয়। নেত্রকোনা জেলা প্রথমে ব্যাটিং করে ১২৯ রানে অলআউট হলে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল ৯০ রানে অলআউট হয়। দলের পক্ষে রাকিব আরাফাত সর্বোচ্চ ২৯ রান করে। বোলিংয়ে তৌফিক ৬টি উইকেট দখল করে।
টুর্নামেন্টে টাঙ্গাইল জেলা দলের তৌফিক সিদ্দিকী মাফি ১৭টি উইকেট দখল করে এবং রাকিব আরাফাত ৬ ম্যাচে ১৫২ রান করে।
টাঙ্গাইল ক্রিকেট দলের সদস্যবৃন্দ হলেন- রাকিব আরফাত (অধিনায়ক), সিয়াম খান, তৌফিক সিদ্দিকী মাফি, মাহিন, সৈয়দ নাহিয়ান, রামিন, নিরব, ইমরান হোসেন, তাওহীদ, সাকিব আল হাসান, রুদ্র, নিরব সরকার, সাকিব হোসেন, রিপন সরকার ও আদিত্য দাস।