স্পোর্টস রিপোর্টার ॥
সকালের সূর্য পূর্ব দিকে উদিত হওয়ার পরপরই শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার সময় টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হবে। ফাইনাল খেলায় অংশ নিবে টেন ক্লাব বনাম হানডেট ক্লাব।
স্বাস্থ্য সচেতন ক্রীড়াপ্রেমী কিছু মানুষের উদ্দীপনায় ফোরটি আপ ব্রাদার্স ক্লাবের আয়োজনে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের জার্কজমকপূর্ণ ফাইনাল খেলা হবে বলে সবলেই প্রত্যাশা করছেন। আর এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম খান ঝলক, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, দেহগড়ি শরীর চর্চা ক্লাবের সভাপতি তপন ভট্টাচার্য।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও শঁতায়ু অঙ্গন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, সভাপতিত্ব করবেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক নূর এ আলম ভূঁইয়া, সাবির্ক ব্যবস্থাপনায় রয়েছেন উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব ইফতেখারুল অনুপম।
চল্লিশ উর্দ্ধ স্বাস্থ্য সচেতন শতায়ু অঙ্গন ও দেহগড়ি শরীর চর্চা ক্লাবের সদস্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ী ক্রীড়ামোদীদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে টেন ক্লাব, হানডেট ক্লাব, ওয়ান ক্লাব ও ফিফটি ক্লাবের নামে মোট ৪৪ জন ফুটবলার অংশগ্রহণ করেন এই টুর্নামেন্টে।
ডাবল লীগ পদ্ধতির এই টুর্নামেন্ট শুরু হয়েছিল গত ২৭ নভেম্বর। এই টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে টেন ক্লাব ও হানডেট ক্লাব ফাইনালে উর্ত্তীন হয়। টুর্নামেন্টে ৩য় স্থান অধিকার করেছে ওয়ান ক্লাব এবং ৪র্থ অবস্থান যথারীতি ফিফটি ক্লাবের।
দুই দলের খেলোয়াড়রা হলেন- টেন ক্লাব- শামীম আল মামুন (ওনার), ছানোয়ার হোসেন, আশরাফ, মতিন, বিশ্বজিৎ, ইমরান, উজ্জল, ডা. শফিকুল ইসলাম, গোবিন্দ কর্মকার ও ইফতেখারুল অনুপম (অধিনায়ক)।
হানডেট ক্লাব- ডাঃ নজরুল ইসলাম (ওনার), রাম, ডাঃ হায়দার আলী, সুজায়েত, জহুরুল ইসলাম, মোস্তফা খান, মোহাম্মদ রফিক, ভূঁইয়া, নোমান ও এ্যাডভোকেট নাসিম।