ধর্ষণ-নারী নির্যাতন বন্ধ ও ধর্ষকদের বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ॥
সাম্প্রতিক সময়ে সারাদেশে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে কার্যক্রম পদক্ষেপ গ্রহণ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে টাঙ্গাইল শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন, বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব আহমেদ শেরসা, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম, যুগ্ম-আহব্বায়ক আল আমিন সিয়াম, যুগ্ম সদস্য সচিব সেজান আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন বেড়ে গেছে। অতিদ্রুতই ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে।
মাননবন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

১৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *