বাসাইল প্রতিনিধি ॥
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ডেভিল হান্ট অপারেশন অভিযানে নাহিদ খান (২৪) নামের এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সকালে বাসাইল দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাহিদ খান বাসাইল দক্ষিণপাড়া (আন্দিরাপাড়া) এলাকার আইয়ুব খানের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
জানা গেছে, বাসাইল থানা ও সখীপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে বাসাইল দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে পাশের উপজেলা সখীপুুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে দুপুুরের দিকে তাকে সখীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, বাসাইল ও সখীপুর থানা পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নাহিদকে গ্রেফতার করা হয়। পরে সখীপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।’