দীর্ঘ ১৭ বছর পর ভূঞাপুরে পা রাখছেন কারামুক্ত সালাম পিন্টু

টাঙ্গাইল ভূঞাপুর রাজনীতি লিড নিউজ

ফরমান শেখ, ভূঞাপুর ॥
বিগত ২০০৮ সালের জানুয়ারিতে (২১ আগস্টের) গ্রেনেট হামলায় মিথ্যা ও সাজানো মামলায় গ্রেফতার হন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। সে থেকে তাকে কারাভোগ করতে হয় টানা ১৭টি বছর। এই মিথ্যা মামলায় তিনি ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। কারাভোগে থাকা অবস্থাতেই রিমান্ডের নামে তাকে শারিরীক ও মানুষিক নির্যাতন সইতে হয়েছে। ঈদ বা বিশেষ দিনেও তার সঙ্গে পরিবারের কাউকেই দেখা করতে দেওয়া হতো না।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে (৫ আগস্ট) গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ভাগ্য সহায় হয় মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারে থাকা কারাবন্দীদের। মুক্তিপান অসংখ্য কারাবন্দীরা। গত (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু।
কারামুক্তির ২ মাস পর আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার গুলিপেঁচা নিজ বাড়িতে আসছেন আব্দুস সালাম পিন্টুর। এদিন বিকাল ৩টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনার আয়োজন করেছে ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপি। সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ব্যাপক প্রচারণা ও প্রস্তুতি সম্পন্ন করছে বিএনপি ও অঙ্গসংগঠন।

ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, ১৭ বছর পর কারামুক্ত আমাদের প্রিয় নেতা আব্দুস সালাম পিন্টু আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভূঞাপুরে আসছেন। তার আগমনে গণসংবর্ধনার আয়োজন করেছি। এছাড়াও তার নিজ গ্রামের বাড়িতে যাওয়ার কথা রয়েছে। গণসংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ডগুলোতে ইতিমধ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় ও জেলা-উপজেলার সকলস্তরের নেতাকর্মীরা অংশ নেবেন।
প্রসঙ্গত, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বিগত ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর বিগত ২০০১ সালে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। বিগত ২০০৮ সালের জানুয়ারিতে (২১ আগস্টের) গ্রেনেট হামলার মিথ্যা মামলায় গ্রেফতার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন। সে (২১ আগস্ট) গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

 

 

 

২৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *