স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার অফিস উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন উপলক্ষে শুক্রবার (২৮ ফের্রুয়ারি) সকালে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের মাঠ এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখা।
নাগরপুর উপজেলা জামায়াত আমীর মাওলানা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য জননেতা আহসান হাবিব মাসুদ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম টাঙ্গাইল জেলার সভাপতি ও টাঙ্গাইল-৬ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, সাবেক উপজেলা আমীর মাওলানা মোসলেম উদ্দীন, নাগরপুর উপজেলা ছাত্রশিবির সভাপতি তোফায়েল আহমেদ।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা ওবায়দুর রহমান কোরাইশী, দেলদুয়ার উপজেলা আমীর মাও. আল মোমিন, চৌহালী উপজেলা আমীর মাও.আবু সাইদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্যদের মধ্যে হাফেজ আজিম উদ্দীন, আব্দুস সালাম, অধ্যাপক আজিজুর রহমান, মাওলানা গোলাম মোস্তফা, মুফতি রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, নাগরপুর উপজেলা সাবেক শিবির সভাপতিদের মধ্যে আব্দুর রশীদ হারুন, আবুল হোসাইন, মুহিদুল ইসলাম, কোরবান আলী, উপজেলা যুব জামায়াত সেক্রেটারি কাজী আদনান রাসেল প্রমুখ।
নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও আলোচনা সভা শেষে মাহে রমজানকে স্বাগত জানিয়ে একটি র্যালী নাগরপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।