গোপালপুরে বিএনপি কর্মীদের নামে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন

গোপালপুর টাঙ্গাইল রাজনীতি

গোপালপুর সংবাদদাতা ॥
ব্যক্তিগত দ্বন্দ্বে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হরিষা গ্রামের বিএনপি কর্মী সমর্থকদের নামে বানোয়াট ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হরিষা গ্রামের বিএনপি’র নেতা,কর্মী ও সমর্থকরা। শনিবার (১ মার্চ) সকাল ১১টায় ঝাওয়াইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ-সম্পাদক সুরুজ্জামান বলেন , আওয়ামী সন্ত্রাসীরা ২০০৯ সালে আমাদের গ্রামের এক স্কুল শিক্ষক, বিএনপি নেতা ঠান্ডু মিয়া ও ভোলা মিয়ার ঘর দরজা ভাংচুর ও ধান কেটে নিয়ে যায়। বিগত ২০১৪ সালে আমাকে মারধর করে ঠ্যাং ভেঙ্গে ফেলে এবং আব্দুল মান্নান সাহেবের একটি ঘটনার জেরে এমডি সাত্তার সাহেব অপপ্রচার চালাচ্ছে। তার পুকুরে মাছ ধরে নিয়ে যাবে ও বিএনপির লোকজন তার কাছে নাকি চাঁদা চায়! এসব অপপ্রচার চালিয়েছে। এর তীব্র প্রতিবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জোর দাবি জানাচ্ছি।
৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নুরুন্নবী ইসলাম ঠান্ডু দাবি করেন, বিএনপি সমর্থন করায় ২০১০ সালে জোরপূর্বক ১৪ হাজার টাকা জরিমানা এবং শালিসনামায় আমার ও আমার ছেলের সাক্ষর নেন। সম্প্রতি সেই শালিসনামা চাইতে গেলে বাক বিতণ্ডার সৃষ্টি হয়। সেই ঘটনায় তারা হরিষা গ্রামের বিএনপি’র কর্মী সমর্থকদের জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।
ওয়ার্ড বিএনপির মহিলা দলের সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, হরিষা গ্রামে আমরা যারা বিএনপি সমর্থন করি। আমাদের অনেক অত্যাচার করেছে। এখনো আমাদের অত্যাচার করতেছে। বাংলাদেশের মানুষের কাছে আমার আকুল আবেদন আমাদের একটু শান্তিতে থাকার ব্যবস্থা করে দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঝাওয়াইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাদল, শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম, মহিলা দলের সদস্য খালেদা আক্তারসহ কর্মী, সমর্থকরা।

১২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *