মির্জাপুরের জামুর্কীতে ভলিবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

খেলা টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, যত ষড়যন্ত্রই হোক জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তা মোকাবেলা করবে। কারণ দেশের জনগণই বিএনপির শক্তি। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফেরার একমাত্র উপায় অবাদ ও সুষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন। দেশে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে হলে দ্রুত সময়ে নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কিন্তু নানা অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন বিলম্বিত করা হচ্ছে। নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। যত ষড়যন্ত্র হোক জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তা মোকাবেলা করবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের চুকুরিয়া আজাদ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে চুকুরিয়া খেলার মাঠে আয়োজিত ভলিবল টুর্ণামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চুকুরিয়া আজাদ সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোবারক হোসেন খানের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, ডিএম শওকত আকবর, শফিকুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাহেরুল হক খোকন, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএ মতিন, উপজেলা বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির, জামুর্কী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আলম মোক্তার প্রমুখ।
পরে অতিথিরা ভলিবল টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

২১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *