বাসাইলে তিনটি গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা

অপরাধ টাঙ্গাইল বাসাইল লিড নিউজ

আরিফুল ইসলাম, বাসাইল ॥
রাতের আঁধারে গোয়ালঘর থেকে ৩টি গরু চুরির পর জবাই করে নিয়ে গেছে চোরের দল। গরু চুরি করে জবাই করে মাংস নিয়ে গেলেও কেউ টের পাইনি। এ রকম ঘটনা ঘটেছে টাঙ্গাইলের বাসাইল পৌর শহরের পশ্চিম পাড়া এলাকায়। শনিবার (১ মার্চ) রাত ১টার দিকে বাসাইল পৌরসভার কাটাখালী পাড়া এলাকা থেকে গরু তিনটি চুরি করে বাসাইল পশ্চিম পাড়া কবরস্থানের পাশে চোরেরা গরু তিনটি জবাই করে মাংস নিয়ে যায়।
গরুর মালিক রুবেল খান জানান, শনিবার (১ মার্চ) ৯০ হাজার টাকা দিয়ে ১টি গরু কিনে বাড়িতে নিয়ে আসি। রাত ১২ টার সময় গরু দেখে শুয়ে পড়ি। সেহেরির সময় আমার ভাই গোয়াল ঘরে গিয়ে দেখে গরু নাই। তখন আশেপাশে গরু খুঁজতে থাকি। পরে সকালে জমির আইল দিয়ে গরুর পায়ের দাগ দেখে ঘটনাস্থল পশ্চিম পাড়া কবরস্থানের পাশে আসি। তিনটি গরু চুরি করে এখানে জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা। আমার একটি ষাঁড় গরু ছাড়াও আরও দুইজনের ১টি করে দুইটি গাভি চুরি হয়েছে। তিনটি গরুর আনুমানিক মূল্য ৩ লাখ টাকা হবে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। অপর গরুর মালিক ফজলু খান জানান, শখ করে দুই মাস আগে গাভীটি কিনেছিলাম। গাভীটি ৫ মাসের গর্ভবর্তী ছিল। ৫০ হাজার টাকা দিয়ে গাভীটি কিনেছিলাম। এখন আনুমানিক এক লাখ টাকা বিক্রি করা যেতো। রাত ১২ টা পর্যন্ত গরু গোয়াল ঘরেই ছিল। পাশের বাড়িতেই গরু চুরি হয়েছে শুনতে পাই। তারপর আমাদের গোয়াল ঘরে দরজার তালা কাটা ও গরুর সাথে ছিকল কাটা দেখতে পাই যে গরু নাই। পরে অনেক খোঁজাখুঁজি করি। পরে সকালে বাসাইল পশ্চিম পাড়া কবরস্থানের পাশে গিয়ে দেখতে পাই গরু জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা।
এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, গরু চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

৬২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *