
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেছেন, টেকসই উন্নয়ন করতে চাইলে জনগণকে সম্পৃক্ত করে উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে হবে। এছাড়া প্রতিটি উন্নয়ন কাজ বাস্তবায়নের পূর্বে পরিবেশ সুরক্ষার উপর দৃষ্টিনিবদ্ধ করতে হবে।
রবিবার (২ মার্চ) সকালে পৌরসভার ১ ও ৫ নং ওয়ার্ডে চলমান একাধিক উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় মির্জাপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইরিন সুলতানা, পৌর নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী শেখ মঞ্জুর হোসেন, উপসহকারী প্রকৌশলী বাবুল হোসেন, মির্জাপুন প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।
মির্জাপুর পৌর প্রশাসক মাসুদুর রহমান পৌরসভা ভবনের উত্তর পাশের ব্রিজ থেকে মির্জাপুর মহিলা কলেজের সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন। ভবিষ্যত চাহিদা বিবেচনা করে তা প্রসস্তকরণের জন্য প্রকৌশলীদের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, ভবিষ্যত প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে যে কোন উন্নয়ন কাজের পরিকল্পনা প্রনয়ন করতে হবে।