ঘাটাইলে জাতীয় ভোটার দিবস উদযাপন 

ঘাটাইল টাঙ্গাইল

ঘাটাইল প্রতিনিধি।।

“তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে’  এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের  ঘাটাইলে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে  ঘাটাইলে জাতীয় ভোটার দিবস উদযাপন  উপলক্ষে বর্ণাঢ্য  র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ মার্চ ২০২৫) সকালে উপজেলা চত্বরে  বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে  কর্মসূচির শুরু হয়। র্যালীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং স্কুলের ছাত্ররা অংশগ্রহণ করে। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। তিনি তার বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা রক্ত দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে  আন্দোলন করতে  হয়। যদি কখনো তাদের সাথে প্রতারণা করা হয় তাদের অধিকার লঙ্ঘন করা হয় তাহলে তারা আগামীতে কিভাবে অধিকার আদায় করতে হবে তা দেখিয়ে দিবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু নঈম মোহাম্মদ সোহেল, ঘাটাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনিথ রিচিল। সহকারী নির্বাচন কর্মকর্তা মোঃ সুমন মিয়া, ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম চান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘাটাইল উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান।

 

১৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *