মাভাবিপ্রবির অধ্যাপক হওয়া সাবেক শিক্ষার্থীদের সংবর্ধনা

টাঙ্গাইল টাঙ্গাইল সদর শিক্ষা

মাভাবিপ্রবি প্রতিনিধি।।
মাভাবিপ্রবিয়ান টিচার্স ফোরামের উদ্যোগে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যাঁরা নিজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন তাদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্বদ্যিালয়ের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ নোয়ারুল আজীম আখন্দ।
প্রধান অতিথি নবাগত অধ্যাপকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁদেরকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মরর্তা ও কর্মচারী সবাইকে সাথে নিয়ে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার যাওয়ার আহ্বান জানান।
পূর্বে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন সিএসই বিভাগের ড. সাজ্জাদ হোসাইন ও ড. মেহেদী হাসান তালুকদার। সম্প্রতি পদোন্নতি পেয়েছেন আইসিটি বিভাগের ড. বদরুল আলম মিয়া, সিপিএস বিভাগের ড. ইশতিয়াক আহমেদ তালুকতদার, ড. বশীর উদ্দিন খান ও ড. রোখসানা সিদ্দিকা রুপা।
পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকগণ আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে মাভাবিপ্রবিয়ানদের দেশ ও বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নেয়ার কাজে ভুমিকা রাখার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন।
আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম ২০০৩ সাল থেকে শুরু হয়। এ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন সম্পন্ন করে এ বিশ্বিবিদ্যালয়েই শিক্ষকতা করছেন প্রায় ৭০ এর অধিক শিক্ষক। যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক দেশের বাইরে উচ্চ-শিক্ষা ছুটিতে অবস্থান করছেন।

২১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *