মির্জাপুরে স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বাজারের স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) মির্জাপুর থানা কমপ্লেক্স মিলনায়তনে এই মতবিনিময় সভা হয়।
এ সময় ওসি মোশারফ হোসেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মির্জাপুর বাজার স্বর্ণ ব্যবসার অন্যতম বড় একটি বড় বাজার। সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে বিচ্ছিন্নভাবে অপরাধমূলক ঘটনা ঘটছে। অপরাধমূলক কর্মকান্ডের বিষয়ে সবাইকে সতর্কতা থাকতে হবে। তিনি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেন। এছাড়াও রাতে বাজারের ভেতর যে কোনো ধরনের পরিবহনকৃত যান প্রবেশে ব্যবসায়ীদের সচেতন হওয়ার পরামর্শ দেন। অপরাধমূলক কাজ এড়ানোর জন্য সবার সহযোগিতা কামনা করেন। পুলিশ বাহিনীর সদস্যরা সব সময় আপনাদের পাশে আছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, মির্জাপুর বাজার স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহিদুর রহমান, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী, ব্যবসায়ী মতিয়ার রহমান, জয়নাল আবেদীন, গোপাল কর্মকার, দেলায়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে নাশকতা এড়াতে ব্যবসায়ীদের সচেতন করতে বাজারের স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক এই সভার আয়োজন করা হয়।

 

৩৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *