
ঘাটাইল প্রতিনিধি।।
টাঙ্গাইলের ঘাটাইলে ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সমিতির ঘোষিত কর্মসূচির অনুযায়ী মঙ্গলবার (৪ মার্চ) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিক মোঃ ফারুক হোসেন ধলা,যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, অর্থ সম্পাদক মো: মোক্তার হোসেন,সদস্য সুলতান মাহমুদসহ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ ও ভাটা শ্রমিকরা উপস্থিত ছিলেন।
পরে সাত দফাদাবী নিয়ে সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তারের কাছে স্মারকলীপি প্রদান করেন ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ।