মির্জাপুরে ইটভাটা মালিক সমিতির বিক্ষোভ সমাবেশ

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
জিগজাগ ইটভাটায় হয়রানি ও মোবাইল কোর্ট বন্ধসহ ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ইটভাঁটা মালিক সমিতি। এই বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর বারটার দিকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে মির্জাপুর উপজেলার প্রত্যেক ইটভাটা থেকে মালিক-কর্মচারী ও শত শত শ্রমিক সদরের মির্জাপুর সদয় কৃষ্ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমায়েত হতে থাকে। দুপুর ১২ টার দিকে বিভিন্ন ইটভাটার মালিকসহ দুই সহস্রাধিক শ্রমিক-কর্মচারী ব্যানার নিয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে সমাবেশ করেন। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান।
এ সময় জিগজাগ ইটভাটায় হয়রানি ও মোবাইল কোর্ট বন্ধসহ ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান ছাড়াও বক্তব্য রাখেন ইট প্রস্তুতকারী মালিক সমিতি মির্জাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল সরকার সিনিয়র সহ-সভাপতি আমানউল্লাহ সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

৪০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *