
গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর শহর শাখার উদ্যোগে এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী খেজুর বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসায় ১০০ জনের মাঝে ইফতার সামগ্রী খেজুর বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক হাবিবুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ, ৩নং ওয়ার্ডের সভাপতি আরশিদ আলী, কর্মী মোঃ শফিকসহ অন্যান্য কর্মী, সদস্যবৃন্দ এবং উপকার ভোগী ব্যক্তিবর্গ।