টাঙ্গাইলে অ্যাডভোকেট বাকী মিয়ার স্মরণে শোক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

আদালত সংবাদদাতা ॥
টাঙ্গাইলের প্রধান সরকারি আইন কর্মকর্তা (জিপি), বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও ব্লাস্ট-টাঙ্গাইল ইউনিটের সভাপতি প্রবীণ আইনজীবী মরহুম আব্দুল বাকী মিয়ার স্মরণে বার সমিতির উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বার সমিতির হল রুমে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন বার সমিতির সভাপতি জহুর আজহার খান। পরিচালনা করেন বার সমিতির সাধারণ সম্পাদক একেএম রফিকুল ইসলাম রতন।
মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন কেএম আব্দুস সালাম, খান মোহাম্মদ খালেদ, গোলাম মোস্তফা মিঞা, রফিকুল ইসলাম আলো, মঈদুল ইসলাম শিশির, শামসুল হক, মোয়াজ্জেম হোসেন বাবুল, আব্দুর রশিদ, একেএম মনসুর আহমেদ খান রিপন, মোনায়েম হোসেন খান আলম ও মরহুম আব্দুল বাকী মিয়ার কন্যা জামাতা আবুল কালাম আজাদ বুলবুল প্রমুখ।
এর আগে সকালে জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে সিনিয়র জেলা ও দায়রা জজ মো: নাজিমুদ্দৌলা পুরো দিনের জন্য সকল বিচার কাজ মুলতবী ঘোষণা করেন। অন্যান্য বিচারকগণ এ সময় উপস্থিত ছিলেন। ফুল কোর্ট রেফারেন্স ও বার সমিতির শোক সভায় মোনাজাত পরিচালনা করেন এম এ মালেক আদনান।
উল্লেখ্য, অ্যাডভোকেট আব্দুল বাকী মিয়া গত বুধবার (৫ মার্চ) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেয়ার পথে মৃত্যুবরণ করেন।

৩৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *