টাঙ্গাইলে বিএনপি নেতা আনিছুর রহমানের উপর হামলার বিচার দাবি

টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোন্দকার আনিছুর রহমানের উপর হামলার বিচার দাবি করেছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।
লিখিত বক্তব্য খোন্দকার আনিছুর রহমান জানান, জীবন নামে এক ছেলে ফেসবুকে পোস্ট করে। সেই পোস্ট আমার ফেসবুকে শেয়ার হয়েছিলো। গত (৩ মার্চ) রাতে শহরের রেজিষ্ট্রিপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ তাকে ডেকে নিয়ে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে রাশেদের সাথে থাকা আওয়ামী লীগের সাবেক এমপি খন্দকার আসাদুজ্জামানের ভাতিজা আব্দুল্লাহ হেল কাফি আনিছুর রহমানের উপর লাফিয়ে পরে। এক পর্যায়ে অপরজন মনিনুল হক খান নিকছন আনিছুরের পাঞ্জাবি ছিড়ে ফেলে। এ ঘটনায় বিচারের দাবিতে বুধবার (৫ মার্চ) টাঙ্গাইল সদর থানা ও জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল আলম বলেন, আনিছুর রহমান দলের নেতাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালান। এ বিষয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করি। যে কারনে তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। তার উপর হামলার কোন প্রমাণ দিতে পারবেন না তিনি।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন বলেন, আনিছুর রহমানের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *