
বাসাইল প্রতিনিধি ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) বিকেলে উপজেলার কাশিল বটতলা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কাশিল ইউনিয়ন শাখা জামায়াতের আমীর মোস্তফা বিন আব্দুল ওয়াদুদ সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৮ (বাসাইল- সখীপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী টাঙ্গাইল জেলা জামায়াতের ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন, বাসাইল উপজেলা সেক্রেটারী আমিনুল ইসলাম খান, বাসাইল পৌরসভার জামায়াতে ইসলামী নেতা শহীদুল ইসলাম প্রমুখ।
ইফতার মাহফিলে শিক্ষক, সমাজসেবক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন।