বাসাইল প্রতিনিধি ॥
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস টাঙ্গাইলের বাসাইল উপজেলা শাখার উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সোনারচর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাসাইল উপজেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি শাইখ নজরুল ইসলামের সভাপতিত্বে ও বাসাইল উপজেলা জমঈয়তে আহলে হাদীসের সাধারণ সম্পাদক শাইখ মো: আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক। প্রধান আলোচক ছিলেন জেনারেল সেক্রেটারী শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী ও বিশেষ আলোচক ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা শাইখ ড. মুযাফফর বিন মুহসিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদেশ বিষয়ক সম্পাদক শাইখ মুহাম্মদ ইবরাহীম আব্দুল হালীম মাদানী, টাঙ্গাইল জেলা সেক্রেটারী শাইখ লোকমান হোসাইন, সহ-সভাপতি শাইখ মো: আব্দুল বাতেন মিয়া, যুগ্ম সম্পাদক শাইখ এনামুল্লাহ বিন ইসমাঈল খান প্রমুখ।