মির্জাপুরে অগ্নিকান্ডে বসতঘরসহ মালামাল পুড়ে ছাই

টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে হেলাল মিয়া নামে এক দিনমজুরের বসত ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারটি নিয়ে নিঃস্ব হয়ে পড়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দিনগত গভীর রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বাওয়ার কুমারজানী পূর্ব গ্রামে এই ঘটনা ঘটে। রান্না করার চুলা থেকে এই আগুনের সূত্রপাত বলে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিস সূত্র জানিয়েছেন। হেলাল মিয়া বাওয়ার কুমারজানী পূর্ব গ্রামের মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে। সে পেশায় দিনমজুর বলে জানা গেছে।

প্রত্যদক্ষর্শী ও ফায়ার সার্ভিস অফিস সূত্র জানায়, রাত ১২টার দিকে হেলাল মিয়ার থাকার ঘরের উত্তরপাশের কোনায় হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মূর্হুতের মধ্যে তা সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় তাদের আর্তচিৎকারে আশপাশের মানুষ এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষণে হেলাল মিয়ার বসত ঘর এবং ঘরে থাকা ধান-চাউল, একটি ছাগলসহ গৃহপালিত পশু ও আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তার তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে হেলাল মিয়া জানিয়েছেন।
মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসা হয়। রান্না করার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। হেলাল মিয়ার বসত ঘরে পুড়ে গেলেও তাদের চেষ্টায় প্রতিবেশী আরও দুটি ঘর আগুনে পুড়া থেকে রক্ষা পেয়েছে বলে তিনি জানিয়েছেন।

৩৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *