
বাসাইল প্রতিনিধি।।
“অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: আকলিমা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লীক,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিরাজ মিয়া, উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান,উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।
৪২ Views