মধুপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

টাঙ্গাইল মধুপুর

মধুপুর প্রতিনিধি ॥
অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এ প্রতিপাদ্য নিয়ে মধুপুর উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কার্যালয়, কারিতাস, টিআইবি, আচিক মিচিক সোসাইটির যৌথ আয়োজন টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহীদ স্মৃতি সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, মধুপুর থানার অফিসার্স ইনচার্জ এমরানুল কবির, মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার সুমি, প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মোসলেমা আক্তার মাকসুদা, জাতীয় নাগরিক পার্টির এসএম সবুজ, কারিতাসের সুচনা রুরাম, আচিক মিচিক সোসাইটির সুলেখা ম্রং প্রমুখ।
প্রধান অতিথির অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন বলেন, সকল নারীদের অধিকার নিশ্চিত করার জন্য সমাজ সচেতনতা বৃদ্ধি করতে হবে। নারীর ক্ষমতায়ন, নারী শিশুর সুরক্ষা নিশ্চিত করা, অধিকার আদায়ে সোচ্চার থাকতে হবে।
মধুপুর থানার অফিসার্স ইনচার্জ এমরানুল কবির বলেন, নারীদের অধিকার প্রতিটি ঘরের পুরুষদের মাধ্যমে হতে হবে। জনসচেতনতাই এটা নিশ্চিত করতে পারে। প্রশাসন নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য সচেষ্ট থাকবে।
এ সময় বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

৩৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *