
দেলদুয়ার প্রতিনিধি।।
টাঙ্গাইলের দেলদুয়ারে শনিবার (৮মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন নারী সংগঠন ও কিশোর কিশোরী ক্লাবের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির আল মোমেন, ওসি তদন্ত আজিজুল হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার। প্রেস ক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম প্রমূখ।
৩৪ Views