
স্টাফ রিপোর্টার ॥
ডেভিল হান্ট অপারেশনে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রউফকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) বিকেলে মির্জাপুর উপজেলার পাকুল্লা-লাউহাটি রোডের পাকুল্লা এলাকা থেকে সাদা পোষাকধারী পুলিশ গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করে। তার গ্রামের বাড়ি জামুর্কি ইউনিয়নের গুনটিয়া গ্রামে। এর আগে ডেবিল হান্ট অপারেশনে বিভিন্ন মামলায় আরও ৮ জন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে অপরাধীদের ধরতে গত (৭ ফেব্রুয়ারি) অন্তবর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডেভিল হ্যান্ট অপারেশন জারি করা হয়। ডেভিল হ্যান্ট অপারেশন জারি করার পর থেকেই অপরাধীদের ধরতে নরেচরে বসে আইনশৃঙ্খরা রক্ষাকারী বাহিনীর।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান ও সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকীর দিক নির্দেশনায় মির্জাপুরে অপরাধীদের ধরতে চিরুনী অভিযান শুরু হয়। মির্জাপুর থানার উপ পরিদর্শক জহিরুল ইসলাম জহির জানান, ডেভিল হ্যান্ট অপারেশনে শনিবার (৮ মার্চ) পর্যন্ত ৯ আসামীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে গ্রেফতার হয় উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আব্দুর রউফ। এর আগে গ্রেফতার হয় মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী চরপাড়া এলাকার যুবলীগের নেতা সজিব খান (২৮), বাওয়ারকুমার গ্রামের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হাসান (২৫), আজগানা গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মীর লতিফ মাহমুদ (৫০), লতিফপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুলহাস মিয়া (৫৬), আত্নগোপনে থাকা বাসাইল পৌরসভার আওয়ামী লীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান (৪৫), গোড়াকি এলাকার বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল করিম মিয়া (৫৭), গোড়াই ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুরন্ত মিয়া (২৭) এবং তরফপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আব্দুর রহমান (২২) । তারা জেলহাজতে রয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, ডেভিল হান্ট অপারেশনে বিভিন্ন মামলায় পলাতক ৯ আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রাখতে অপরাধীদের ধরতে তাদের এ অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।