মাভাবিপ্রবি’র ১২ জন শিক্ষক পেলেন রিসার্চ এক্সিলেনস অ্যাওযার্ড

টাঙ্গাইল টাঙ্গাইল সদর শিক্ষা

স্টাফ রিপোর্টার।।
মাভাবিপ্রবির ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে অনুষদভুক্ত চারটি বিভাগের ১২ জন শিক্ষককে তাদের ২০২৩ ও ২০২৪ সালের গবেষণা ও মানসম্মত প্রকাশনার জন্য রিসার্চ এক্সিলেনস অ্যাওযার্ড-২০২৫ প্রদান করা হয়েছে । গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সেমিনার হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ্যাওয়ার্ড বিতরণ করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ইকবাল
মাহমুদ। এ সময় অন্যান্য অনুষদের ডিনবৃন্দ, সিএসই ও আইসিটি বিভাগের চেয়ারম্যান এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের অন্তর্ভুক্ত বিভাগসমূহের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ্যাওয়ার্ড প্রাপ্ত ১২ জন শিক্ষক হলেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, অধ্যাপক ড. বদরুল আলম মিয়া ও ড. জিয়াউর রহমান। সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ মোস্তফা কামাল নাসির ও ড. মাহবুবা বেগম। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল বাশার, অধ্যাপক ড. মোঃ
আব্দুল্লাহ আল মামুন, সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান, প্রভাষক আব্দুল্লহি আল রাকিব শিকদার ও মো. তারেক রহমান এবং মেকানিকাল ইঞ্জিনিয়িারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ।

৩৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *